Bangladesh Public Service Commission (BPSC) Exam Question Solution 2023. BPSC Non-Cadre Exam Question Solution 2023 has been published. Bangladesh Public Service Commission (BPSC) is a government organization in Bangladesh. Bangladesh Public Service Commission (BPSC) Exam Question Solution 2023 is helpful for job seekers in Bangladesh. BPSC Non-cadre Exam Question Solution 2023 has been solved by our educational team. All information on BPSC Non-Cadre Senior Instructor Exam Question Solution 2023 is available below.
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) এর প্রশ্ন সমাধান-২০২১
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)
পদের নাম: সিনিয়র ইন্সট্রাক্টর
১। বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে- উত্তর: শব্দ
২। বাংলা স্বরধ্বনি কয়টি? উত্তর: ১১ টি
৩। বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচয়িতা- উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
৪। ঢাকা বিশ্ববিদ্যালয় কোন তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম বক্তৃতা করেন- উত্তর:১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি
৫। ‘দৈনিক আজাদ’ পত্রিকার সম্পাদকের নাম কী? উত্তর: মোহাম্মদ আকরাম খাঁ
৬। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? উত্তর: কাজী নজরুল ইসলাম
৭। ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধটি কার লেখা? উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৮। ‘লালসালু’ সৈয়দ ওয়ালিউল্লাহর কোন জাতীয় রচনা? উত্তর: উপন্যাস
৯। পল্লীকবি জসীমউদ্দনের জন্মস্থান- উত্তর: ফরিদপুর
১০। নিচের কোনটি নিত্য সমাস- উত্তর: গৃহান্তর
১১। ‘কাশবনের কন্যা’ উপন্যাসের লেখকের নাম কী? উত্তর: শামসুদ্দীন আবুল কালাম
১২। কোন বাক্যটি বিশুদ্ধ? উত্তর: আষাঢ়
১৩। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? উত্তর: বীরবল
১৪। কোনটি সার্থক বাক্যের গুণাবলির মধ্যে পড়ে না? উত্তর: আসক্তি
১৫। মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি? উত্তর: বন্দী শিবির থেকে
১৬। শওকত ওসমান কবে জন্মগ্রহণ করেন? উত্তর: ১৯১৭ সালে
১৭। ‘নীল ময়ূরের যৌবন’ উপন্যাসের রচয়িতার নাম – উত্তর: সেলিনা হোসেন
১৮। ‘সন্ধি’ ব্যকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর: ধ্বনিতত্ত্ব
১৯। কোনটি ‘সূর্য’ এর সমার্থক শব্দ? উত্তর: রবি
২০। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয়? উত্তর: চোখের বালি
২১। বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ মোট কয়টি দল অংশ নিয়েছিল? উত্তর: ৫ টি
২২। বঙ্গবন্ধু ঐতিহাসিক ‘ছয়দফা’ কর্মসূচী কোথায় ঘোষণা করেছিলেন? উত্তর: লাহোর
২৩। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর: বরেন্দ্র
২৪। হালদা নদী কিসের জন্য বিখ্যাত? উত্তর: মাতৃ মৎস্য ভান্ডার
২৫। বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে- উত্তর: অক্সফোর্ড অ্যাস্ট্রজেনেকা-কোভিশিল্ড
২৬। মুক্তিযুদ্ধে ‘ক্র্যাক প্লাটুন’ কোন শহরে সক্রিয় ছিল? উত্তর: ঢাকা
২৭। ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে- উত্তর: বিশ্ব খাদ্য কর্মসূচি
২৮। ‘রাতারগুল’ কোন জেলায় অবস্থিত? উত্তর: সিলেট
২৯। Exclusive Economic Zone (EEZ) এর দৈর্ঘ্য কত? উত্তর: ২০০ নটিক্যাল মাইল
৩০। নাচোল বিদ্রোহের নেত্রীর নাম কি? উত্তর: ইলা মিত্র
৩১। বাংলাদেশ কোন সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করবে? উত্তর: ২০২৪
৩২। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি উইলিয়াম এ এস ওডারল্যান্ড কোন দেশের নাগরিক? উত্তর: অস্ট্রেলিয়া
৩৩। নির্মাণাধীন পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি? উত্তর: ৪১ টি
৩৪। ‘ভাসানচর’ কোন জেলায় অবস্থিত? উত্তর: নোয়াখালী
৩৫। রাখাইনের পূর্ব নাম কী? উত্তর: আরাকান
৩৬। www ( world wide web) এর জনক কে? উত্তর: টিম বার্নাস লি.
৩৭। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO) এর সদর দপ্তর কোথায়? উত্তর: জেনেভা
৩৮। দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে? উত্তর: অর্থ সচিব
৩৯। কম্পিউটার মনিটরকে আরও বলা হয়- উত্তর: VDU
৪০। কোভিড-১৯ ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয়? উত্তর: ৮ মার্চ ২০২০
৪১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? উত্তর: ১৫৩ টি
৪২। Choose the correct Preposition. Be aware- উত্তর: of
৪৩। Fill in the blank with the right option: `River’ is a/an—- noun.উত্তর: common
৪৪। Which one is the correct spelling? উত্তর: disease
৪৫। Fill in the blank with the right option: The poor —- born to suffer. উত্তর: are
৪৬। Use the right form of verb in the following sentence: I wish I —– a car. উত্তর: had
৪৭। Complete the sentence. —–is observed as the Victory Day in Bangladesh. উত্তর: 16th December
৪৮। What is the antonym of `noble’? উত্তর: mean
৪৯। Which one of the following is singular number? উত্তর: phenomenon
৫০। What is the synonym of `pardon’ – উত্তর: forgive
৫১। DVD এর চেয়ে বেশি Data store করা যায় কোনটিতে? উত্তর: Blue Ray Disk
৫২। Choose the verb phrase: উত্তর: ought to obey
৫৩। Choose the correct option: Would you mind ____ the door? উত্তর: to open
৫৪। The phrase ‘Baker’s dozen’ means: উত্তর: 13
৫৫। Which one of the following is an incorrect sentence? উত্তর: He knows him to be honest.
৫৬। Choose the correct option: _____ are present at the meeting. উত্তর: You, he and I
৫৭। Choose the correct preposition for the sentence: I reminded him ____ of his appointment. উত্তর: of
৫৮। Which of the following is a compound sentence? উত্তর: Do or die
৫৯। Which of the following is a compound sentence? উত্তর: Do or die
৬০। Choose the correct option: You will help me, ______ you? উত্তর: won’t
৬১। What is the meaning of the phrase, ‘of late’? উত্তর: Recently
৬২। A barking dog seldom bites. In the sentence, ‘barking’ is- উত্তর: an adjective
৬৩। CPM এর পূর্ণ অভিব্যাক্তি হলো- উত্তর: Critical Path Method
সকল চাকরির পরীক্ষার সম্পূর্ণ সমাধান, পরীক্ষার সময়সূচী, এডমিট কার্ড, নিয়োগ বিজ্ঞপ্তিসহ যেকোনো তথ্য সবার আগে পেতে আমদের পেইজ “Govt. Jobs Circular” লাইক দিন ।
Please Share This Post in Your Social Media.