BADC Exam Question Solution 2023

BADC Exam Question Solution 2022. Today published BADC Exam Question Solution 2022. Bangladesh Agricultural Development Corporation BADC Exam Question Solution 2022. BADC Exam Question Solution 2022 has been published. Bangladesh Agricultural Development Corporation (BADC) is a government organization in Bangladesh. All candidates are clearly looking for BADC Question Solution 2022 after the exam.

BADC Exam Question Solution 2022

BADC Exam Question Solution 2022 was published on my website jobsnotice24.com on 26 August 2022. Bangladesh Agricultural Development Corporation Exam Question Solution 2022 has been published on the website. Recently published BADC Exam Question Solution 2022.  All information on BADC MCQ Exam Question Solution 2022 is given below.

BADC Exam Question Solution 2022:

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)

পদের নাম: উপ সহকারী প্রকৌশলী

পরীক্ষার তারিখ: ২৬ আগস্ট ২০২২

সময়: ৩০ মিনিট

পূর্ণমান: ৫০

বাংলা অংশের সমাধানঃ

১। বাক্যের মৌলিক উপাদান কী?

ক) বর্ণ খ) ভাব গ) ধ্বনি ঘ) শব্দ
উত্তরঃ ঘ) শব্দ

২। কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়?

ক) স্বাধীনতার পুরষ্কার খ) একুশে পদক গ) বাংলা একাডেমি পদক ঘ) জাতীয় চলচ্চিত্র পুরষ্কার
উত্তরঃখ) একুশে পদক

৩। কোন বানানটি সঠিক?

ক) মন্ত্রীপরিষদ খ) মন্ত্রিপরিষদ গ) মন্ত্রিপরিশদ ঘ) মন্ত্রিপরিসদ
উত্তরঃ খ) মন্ত্রিপরিষদ

৪। ‘মুক্তিযুদ্ধ’ কোন ধরনের কর্মধারায় সমাস?

ক) মধ্যপদলোপী খ) উপমেয়-উপমান গ) উপমান ঘ) উপমিত
উত্তরঃ ক) মধ্যপদলোপী

৫। নিম্নোক্ত শব্দগুচ্ছের মধ্যে কোনটি বিশেষ্য?

ক) বিস্ময় খ) ভগ্ন গ) মধুর ঘ) রেশমী
উত্তরঃ ক) বিস্ময় [বিস্ময় শব্দের বিশেষণ হলো বিস্মিত]

ইংরেজি অংশের সমাধানঃ

৬। Which one is always used as singular?

ক) Staff খ) Horse গ) Bread ঘ) Custom
উত্তরঃ গ) Bread

৭। Who wrote ‘Beauty is truth, truth is beauty’?

ক) Shakespeare খ) Wordsworth গ) Keats ঘ) Eliot
উত্তরঃ গ) Keats

৮। Which one is not a flower?

ক) Magnolia খ) Cosmos গ) Lily ঘ) Cosmic
উত্তরঃ ঘ) Cosmic

৯। What is the superlative degree of ‘bad’?

ক) Worst খ) bast গ) Worse ঘ) best
উত্তরঃ ক) Worst

১০। “The rape of Bangladesh” is written by

ক) Viggo Olsen খ) Anthony Mascarenhas

গ) Rehman Sobhan ঘ) Alamgir Kabir
উত্তরঃ খ) Anthony Mascarenhas

গণিত অংশের সমাধানঃ

১১। ৫০ পয়সার ৫০ দিনের সুদ ৫০ পয়সা হলে দৈনিক সুদ কত?

ক. ১ টাকা খ. ০.১ টাকা গ. ০.০১ টাকা ঘ. ১০ টাকা

উত্তরঃ গ. ০.০১ টাকা

১২। কোন সংখাটি বৃহত্তম?

ক) ০.১০০০ খ) ০.০১০০ গ) ০.০০১০ ঘ) ০.০০০১

উত্তরঃ ক) ০.১০০০

১৩। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

ক) ৩ খ) ১৩ গ) ৭ ঘ) ৯

উত্তরঃ ঘ) ৯

১৪। a – 1/a = 3 হলে ‍a2 + 1/a2 = ?

ক) 11 খ) 12 গ) 14 ঘ) 16

উত্তরঃ ক) ০.১০০০

১৫। 13^3/4% এর সমান

ক) 11/80 খ) 11/20 গ) 1/9 ঘ) 1/8

উত্তরঃ ক) 11/80

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ

১৬। প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল?

ক. ফিনিশীয় সভ্যতা খ. পারসিক সভ্যতা

গ. হিব্রু সভ্যতা ঘ. ব্যাবিলনীয় সভ্যতা

উত্তরঃ গ. হিব্রু সভ্যতা

১৭। জাতিসংঘের কোন সংস্থা খাদ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট?

ক. ILO খ. UNESCO গ. IMF ঘ. FAO

উত্তরঃ ঘ. FAO

১৮। বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম-

ক. মহাসাগর খ. সাগর গ. উপসাগর ঘ. কোনটি নয়

উত্তরঃ গ. উপসাগর

১৯। ‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ এর প্রথম প্রস্তাবনা কী?

ক. দারিদ্র্য দূরীকরণ খ. খাদ্য নিরাপত্তা
গ. নারীর ক্ষমতায়ন ঘ. জলবায়ু পরিবর্তন

উত্তরঃ ক. দারিদ্র্য দূরীকরণ

২০। ফিফার কার্যালয় কোথায় অবস্থিত?

ক. সুইজারল্যান্ড খ. ইংল্যান্ড গ. যুক্তরাষ্ট্র ঘ. ব্রাজিল

উত্তরঃ ক. সুইজারল্যান্ড

২১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত তারিখে জাতির পিতা ঘোষণা করা হয়?

ক. ১৭ মার্চ ১৯৭১ খ. ২ মার্চ ১৯৭১ গ. ৩ মার্চ ১৯৭১ ঘ. ৭ মার্চ ১৯৭১

উত্তরঃ গ. ৩ মার্চ ১৯৭১

২২। ‘মুজিব বর্ষে’র সময়কাল হলো-

ক. ১৭ মার্চ ২০২০ – ১৭ মার্চ ২০২১
খ. ১৭ মার্চ ২০২০ – ২৬ মার্চ ২০২১
গ. ১০ জানুয়ারি ২০২০ – ১৭ মার্চ ২০২১
ঘ. ১৭ মার্চ ২০২০ – ১৬ ডিসেম্বর ২০২১

উত্তরঃ ঘ. ১৭ মার্চ ২০২০ – ১৬ ডিসেম্বর ২০২১ [পরবর্তীতে ১৭ মার্চ ২০২০ – ৩১ মার্চ ২০২২ পর্যন্ত বাড়ানো হয়]

২৩। “ইউনেস্কো-বাংলাদেশ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ আন্তর্জাতিক পুরস্কার” যে বিষয়ে ঘোষিত হয়েছে-

ক. নারীর ক্ষমতায়ন খ. সমাজকল্যাণ
গ. দারিদ্র দূরীকরণ ঘ. সৃষ্টিশীল অর্থনীতি

উত্তরঃ ঘ. সৃষ্টিশীল অর্থনীতি

২৪। জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসাবে স্বীকৃতি দিয়েছে?

ক. UNESCO খ. UNICEF গ. UNHCR ঘ. WEP

উত্তরঃ ক. UNESCO

২৫। সম্প্রতি কোন দিবসকে ‘গণহত্যা দিবস’ হিসেবে সরকার অনুমোদন করেছে?

ক. ১৬ ই ডিসেম্বর খ. ২৫ শে মার্চ গ. ২১ শে ফেব্রুয়ারি ঘ. ২৬ শে মার্চ

উত্তরঃ খ. ২৫ শে মার্চ

২৬। বাংলাদেশের ‘জাতীয় সংগীত’ রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেয়া হয়েছে?

ক. বনফুল খ. সোনারতরী গ. সন্ধ্যাসংগীত ঘ. গীতবিতান

উত্তরঃ ঘ. গীতবিতান

২৭। বাংলাদেশের টাকার জাদুঘর কোথায় অবস্থিত?

ক. বাংলাদেশ ব্যাংকের অধীন শাখা, মতিঝিল
খ. বাংলাদেশ ব্যাংকের টেনিং একাডেমী, মিরপুর
গ. বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট, মিরপুর
ঘ. বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ

উত্তরঃ খ. বাংলাদেশ ব্যাংকের টেনিং একাডেমী, মিরপুর

২৮। ধান উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের স্থান কততম?

ক. ২য় খ. ৩য় গ. ৪ র্থ ঘ. ৫ম

উত্তরঃ খ. ৩য়

২৯। বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপাদন হয় কোন জেলায়?

ক. ফরিদপুর খ. রংপুর গ. জামালপুর ঘ. শেরপুর

উত্তরঃ খ. ৩য়

৩০। জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?

ক. কৃত্রিম সার প্রয়োগ খ. পানি সেচ
গ. মাটিতে নাইট্রোজেন ধরে রাখা ঘ. প্রাকৃতিক গ্যাস প্রয়োগ

উত্তরঃ খ. পানি সেচ

বিষয়ভিত্তিক অংশের সমাধানঃ

৩১। Energy consumption of a 100 watt bulb for ten hours is—-

ক. 1000 Kwh খ. 100 Kwh গ. 1 Kwh ঘ. 1 Kw উ.

৩২। 10 মিটার উপর থেকে পড়ে কোনো বস্তুর মাটিতে আঘাত করার বেগ হচ্ছে-

ক. 30 m/sec খ. 40 m/sec গ. 14 m/sec ঘ. 24 m/sec উ.

৩৩। Parallel circuit এ লোড বাড়ালে সার্কিটে?

ক. Voltage বৃদ্ধি পাবে খ. Voltage হ্রাস পাবে

গ. Current বৃদ্ধি পাবে ঘ. Current হ্রাস পাবে উ.

৩৪। ট্রান্সমিশন লাইনের সার্জ ভোল্টেজ নির্ধারণে নিচের কোনটি ব্যবহৃত হয়?

ক. লাইটেনিং অ্যারেস্টর খ. বুখলেজ রিলে

গ. কোনটিই না ঘ. ক ও খ উভয়ই উ.

৩৫। বৈদ্যুতিক ফিউজের রেটিং এর একক কোনটি?

ক. ভোল্ট খ. অ্যাম্পিয়ার গ. ফ্যারাড ঘ. হেনরী উ.

৩৬। পানির গভীরতা মাপার জন্য যে Servey করা হয় তাকে বলা হয়-

ক. Contour খ. Fly levelling গ. Sounding ঘ. Water levelling উ. গ

৩৭। দুটি বলের লব্ধি শূন্য হবে, বল দুটি-

ক. পরস্পর সমান হলে খ. পরস্পর সমকোণে ক্রিয়া করলে

গ. পরস্পর একই সরলরেখা বরাবর ক্রিয়া করলে ঘ. সমান বিপরীতমুখী হলে উ. খ

৩৮। Moment of Inertia-এর একক হলো-

ক. mm4 খ. mm3 গ. mm5 ঘ. mm2 উ. ক

৩৯। Reynold’s Number কত হলে Flow Turbulent হয়?

ক. <2000 খ. 2000-4000 গ. >4000 ঘ. <4000 উ. গ

৪০। একটি শ্যাফট 300rmp এ 5 kw পাওয়ার সঞ্চারিত করে। উক্ত শ্যাফটে আরোপিত টর্ক কত?

ক. 149.15 N-m খ. 159.15 N-m গ. 169.15 N-m ঘ. 129.15 N-m উ.

৪১। স্টেনসাইল বল প্রয়োগে যে গুণের জন্য পদার্থকে রূপান্তরিত করা সম্ভব, তাকে বলে-

ক. প্লাস্টিসিটি খ. ইলাস্টিসিটি গ. ডাকটিলিটি ঘ. টাফনেস উ.

৪২। একটি 5m উচ্চতার পানির ট্যাংকের তলায় অবস্থিত নজল (Nozzle) দিয়ে পানি নির্গত হওয়ার বেগ (Exit velocity) নির্ণয় কর-

ক. 9.90 m/s খ. 19.80 m/s গ. 99.9 m/s ঘ. 5.90 m/s উ.

৪৩। একটি পাম্প 0.003 m³/s হারে 15m উচ্চতায় পানি তোলে। যদি দক্ষতা 80% হয় তবে পাম্প পরিচালনায় প্রয়োজনীয় শক্তি-

ক. 0.716 KW খ. 0.55181 KW গ. 0.2231 KW ঘ. 0.8932 KW উ.

৪৪। ডিজেল ইঞ্জিনের অপর নাম কি?

ক. SI ইঞ্জিন খ. CI ইঞ্জিন গ. স্টিম ইঞ্জিন ঘ. পাম্প উ.

৪৫। একটি রেফ্রিজারেশনের ঠান্ডা করার ক্ষমতা 10 KW। রেফ্রিজারেশনের কম্প্রেসরের পাওয়ার 8 KW হলে তার COP কত?

ক. 5.2 খ. 2.5 গ. 3.20 ঘ. 1.25 উ.

৪৬। The atmospheric pressure at sea level is-

ক. 1000 KN/m² খ. 103 KPa গ. 103 Kg/cm² ঘ. 981 cm/s² উ.

৪৭। Which pump is suitable for small discharge and high heads?

ক. Centrifugal pump খ. Axial pump গ. Mixed flow pump ঘ. Reciprocating pump উ.

৪৮। 1 H.P. is equal to-

ক. 75 Kg-m/s খ. 764 Watt গ. 550 Joule/s ঘ. None of these উ.

৪৯। The contour lines of different elevations-

ক. cross each other খ. cross each other গ. do not cross ঘ. cross each other

at right angles at 45⁰ angles each other at random উ.

৫০। Bernoulli’s equation is applied for-

ক. venturi meter খ. Orifice meter গ. Pitot tube ঘ. all of these উ.

BADC Second Exam question Solved 2022

BADC Exam question Solved 2022

BADC Exam question Solved 2022

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)

পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা/সহকারী নিরীক্ষণ কর্মকর্তা

পরীক্ষার তারিখ: ০৫ মার্চ ২০২২

সময়: ৩০ মিনিট

পূর্ণমান: ৫০

বাংলা অংশের সমাধানঃ

১। ‘চর্যাপদ’ হলো মূলত উত্তরঃ গানের সংকলন

২। ‘বইপড়া’ কোন সমাস? উত্তরঃ তৎপুরুষ

৩। কাজী নজরুল ইসলামের জন্মতারিখ কোনটি? উত্তরঃ ১১ জ্যৈষ্ঠ

৪। ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ কে বলেছেন? উত্তরঃ চন্ডীদাস

৫। ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ কবিতাংশটুকু কোন কবির রচনা? উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়

৬। কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে

৭। ‘মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে’ ছড়াটি কার রচনা? উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

৮। নিচের কোন বানানটি শুদ্ধ? উত্তরঃ মুমূর্ষু

৯। অপাদান কারক কোনটি? উত্তরঃ ট্রেন স্টেশন ছেড়েছে

১০। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? উত্তরঃ আগুনের পরশমণি

 

ইংরেজি অংশের সমাধানঃ

১১। The antonym of the word ‘meek’ is? Ans: fierce

১২। What is the plural of the word ‘index’ Ans: indexes

১৩। The poor — much in winter. Ans: suffer

১৪। Complete the sentence: If I were you, I — make money. Ans: would

১৫। The term ‘Lingua Franca is related to — Ans: language

১৬। Please look — at the word in the dictionary. Ans: up

১৭। What kind of noun is ‘Dhaka’? Ans: Proper

১৮। Two and two — four. Ans: makes

১৯। Adverb of ‘Strengthen’ is — Ans: Strongly

২০। I wanted the poster Ans: to be hung

বিষয়ভিত্তিক অংশের সমাধানঃ

২১। যদি প্রারম্ভিক মজুদ, সম্মানী মজুদ এবং বিক্রীত পণ্যের খরচ যথাক্রমে ৬০০ টাকা, ৮০০ টাকা এবং ৪০০০ টাকা হয় তাহলে বিক্রয় যোগ্য পণ্যের খরচ কত? উত্তরঃ ৪৮০০ টাকা

২২। একটি ব্যবসায় প্রতিষ্ঠান ২/১০, ১০/৩০ শর্তে ৯,০০০ টাকার পণ্য ক্রয় করে, যার মধ্যে ২,০০০ টাকার পণ্য ফেরত দেওয়া হয় এবং অবশিষ্ট পণ্যের মূল্য বাট্টাকালীন পরিশোধ করা হয়। বাট্টার পরিমাণ কত? উত্তরঃ ১৪০

২৩। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় ৭০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ১,০০,০০০ টাকা, কারখানার উপরি খরচ ৮০, ০০০ টাকা এবং বিক্রয় ও প্রশাসনিক উপরি খরচ প্রত্যক্ষ মজুরির ৩০%, বিক্রয়মূল্য ৪,০০,০০০ টাকা হলে বিক্রয়ের উপর মুনাফার হার কত? উত্তরঃ ৩০%

২৪। এপ্রিলের ১২ তারিখে স্বীকৃত ৬০ দিনের একটি নোটের মেয়াদ পূর্তি হবে জুনেরঃ ১১ জুন

২৫। ক, খ দুইজন অংশীদার। তারা সমান অনুপাতে মুনাফা বণ্টন করে। গ ভবিষ্যতে ২০% মুনাফায় অংশীদারিতে কারবারে যোগদান করে। ক, খ ও গ এর নতুন মুনাফার অনুপাত কত? উত্তরঃ ৩:২:১

২৬। কোনটি উৎপাদন ব্যয়? উত্তরঃ অফিসের বিদ্যুৎ খরচ

২৭। দুতরফা দাখিলা পদ্ধতির উদ্ভব হয় – উত্তরঃ ১৪৯৪ সালে

২৮। হিসাব সমীকরণের বর্ধিতরূপ কোনটি? উত্তরঃ A = L + OE

২৯। কার্যপত্র কত প্রকার? উত্তরঃ ৩ প্রকার

৩০। আইনের ভিত্তিতে নিরীক্ষা কত প্রকার? উত্তরঃ ৩ প্রকার

 

গণিত অংশের সমাধানঃ

৩১। কোনটি বৃহত্তম সংখ্যা? উত্তরঃ ৩/৭

৩২। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ; দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত? উত্তরঃ ১২৮ মিটার

৩৩। ৫ বছর আগে ‘ক’ ও ‘খ’ এর গড় বয়স ছিল ১০ বছর। বর্তমানে ‘ক’ ও ‘খ’ ও ‘গ’ এর গড় বয়স ১৫ বছর। ২ বছর পরে ‘গ’ এর বয়স কত হবে? উত্তরঃ ১৭ বছর

৩৪। একটি জিনিস ৫৬০ টাকায় বিক্রয় করায় ১২% লাভ হলো। জিনিসটির ক্রয়মূল্য কত? উত্তরঃ ৫০০ টাকা

৩৫। যদি a+b=5 এবং a-b=3 তবে a2+b2= কত? উত্তরঃ 4

৩৬। একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত? উত্তরঃ ১৮

৩৭। ৫৬.৭% কে দশমিক ভগ্নাাংশে প্রকাশ করুন। উত্তরঃ ০.৫৬৭

৩৮।৩:৫ অনুপাত বিশিষ্ট দুটি সংখ্যার সমষ্টি ৫৬ হলে, সংখ্যা দুটির অন্তর কত? উত্তরঃ ১৪

৩৯। {০.৩ x ৩০} / ১০ = কত? উত্তরঃ ০.৯

৪০। ১/২, ৫/৬, ৩/৪, ৫/১২ এর গড় কত? উত্তরঃ ৫/৮

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ

৪১। ইবনে বতুতা কোন দেশের পর্যটক? উত্তরঃ মরক্কো

৪২। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কিসের নাম? উত্তরঃ উপগ্রহের নাম

৪৩। ঐতিহাসিক ৬ দফাকে কিসের সাথে তুলনা করা হয়? উত্তরঃ ম্যাগনাকার্টা

৪৪। ‘নারিকা-১’ কি? উত্তরঃ ধান

৪৫। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় প্রতি বছর – উত্তরঃ ৮ মার্চ

৪৬। বাংলাদেশের কোভিড ১৯ এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে- উত্তরঃ অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকা-কোভিশিল্ড

৪৭। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরঃ ঈশ্বরদী, পাবনা

৪৮। নিচের কোনদেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত? উত্তরঃ অস্ট্রেলিয়া

৪৯। ইউক্রেনের প্রেসিডেন্টের নাম কি? উত্তরঃ ভলোদিমির জেলোনস্কি

৫০। কোন শহরকে মুসলমান, খ্রিষ্টান, ইহুদি সকলেই পবিত্র মনে করে? উত্তরঃ জেরুজালেম

BADC Assistant Accounts Officer Exam Question Solution 2022. BADC Question Solve Download 2022 has been build on my website. All time updated exam solved question published on my website jobsnotice24.com. Thanks.

Scroll to Top